NaCl অনেক কাজে ব্যবহৃত হয়। যেমন—
১. খাদ্যদ্রব্যের স্বাদবৃদ্ধির জন্য। যেহেতু, মানুষের 4 টি স্বাদকুড়ি বা টেস্টবাডের একটি নোনতা স্বাদ গ্রহণ করে, সে হিসেবে এটি খাবারকে সুস্বাদু করে।
২. মানবদেহের রক্তচাপ নিয়ন্ত্রণে এর ভূমিকা আছে।
৩. যেহেতু NaCl এর দ্রবণীয়তা অনেক বেশি, তাই শিল্পকারখানায় এটি প্রচুর পরিমাণে দরকার হয়।
৪. শিল্পকারখানায় NaOH যৌগ প্রস্তুত করার জন্য NaCl ব্যবহৃত হয়৷ উল্লেখ্য, এই NaOH বা কস্টিক সোডা বহুল ব্যবহৃত একটি যৌগ।
৫. ডায়রিয়া বা পানিশূন্যতা পূরণের জন্য ওষুধ শিল্পে স্যালাইনের মধ্যে NaCl প্রয়োজন।
তাই বলা যায় যে, NaCl ছাড়া আমাদের জীবন চলে না।