চুল ও নখের সাথে স্নায়ুতন্ত্রের সম্পর্ক থাকেনা ।
কিন্তু আমাদের চুল আর নখ প্রায় একই রকম কোষ দিয়ে গঠিত। আমাদের চুলে মূলত ৩ ধরনের কোষ থাকে—কিউটিকল, কর্টেক্স আর মেডুলা। চুলের বিভিন্ন রংয়ের জন্য দায়ী হলো কিউটিকল। আর চুল বড় হওয়ার জন্য দায়ী মেডুলা। আমাদের গায়ের রং বিভিন্ন হওয়ার জন্য দায়ী মেলানিন। আমাদের চুলের বিভিন্ন রং হওয়ার জন্যও এক রকম মেলানিন দায়ী। কিউটিকলে ইউমেলানিন থাকলে চুলের রং হয় কালো বা গ্রে। আর ফিওমেলানিন থাকলে হয় লাল। আর মেলানিন কম থাকলে রং হয় সোনালি। চুল বড় হওয়ার কতগুলো ধাপ আছে। প্রথম ধাপের নাম অ্যানাজেন, দ্বিতীয় ধাপের নাম ক্যাটাজেন, আর শেষ ধাপের নাম টেলোজেন। আমাদের শরীরের কোষগুলো ক্রমশ বিভাজিত হতে থাকে, মানে একটা কোষ ভেঙে দুটো, দুটো ভেঙে চারটে, এভাবে বাড়তে থাকে। আর আমাদের শরীরও বাড়তে থাকে। যত বয়স হতে থাকে, এই কোষ ভাঙার হার তত কমতে থাকে। আর চুলও কিন্তু একই নিয়মে বাড়ে। এই বাড়ার হার বেশি থাকে অ্যানাজেন পর্যায়ে। একটা চুল এই পর্যায় ২ থেকে ৮ বছর পর্যন্ত থাকতে পারে। এই সময় চুল কিন্তু শুধু উপরের দিকেই বাড়ে না, চুলের গোড়াও বাড়তে থাকে। এই পর্যায়ে যার চুলের গোড়া যত বেশি বাড়ে, তার চুল তত বড় হয়। এরপর আসে চুলের ক্যাটাজেন পর্যায়।