জলতল নিচে নামবে। কারণ-
বরফের চেয়ে সীসার ঘনত্ব বেশি। তাই একই আয়তনে সীসার ভর বরফের চেয়ে বেশি। সেই সীসার ভরের জন্য বরফ বেশি পরিমাণ পানিতে ডুববে এবং অতিরিক্ত পানি অপসারণ করবে। কিন্তু বরফ গলে গেলে সীসা শুধুমাত্র তার নিজের আয়তনের সমান পানি অপসারণ করবে। ফলে অপসারিত পানির পরিমাণ কমে যাবে। এতে জলতল নিচে নামবে।
এটা অনেকটা নৌকায় পাথর নিয়ে মাঝ পুকুরে পাথর ফেলে দিলে যে জলতলের উচ্চতা কমে যায়, সেটার মতো।