i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টাঃ একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নিয়ে এবার গ্লাসের ভেতর ১ টুকরা পাথর ফেলে দিলে গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা করি। পযবেক্ষণ করে দেখা যাবে যে পাথরটি ছোট, মোটা এবং উপরে দেখা যাচ্ছে। আসলে প্রতিসরণের ফলে এমন দেখা যাচ্ছে। এখানে ঘন মাধ্যম পানি থেকে আলো প্রতিসারিত হয়ে হালকা মাধ্যমে আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে।
ii) কিছুটা তিযকভাবে পাথরটিকে দেখার চেষ্টাঃ এবার কিছুটা তিযকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করি। আস্তে আস্তে পাথরটিকে বড় করে দেখা যাবে। এটি প্রতিসরণের ফলে সম্ভব হয়েছে। অথাৎ প্রতিসরণের ফলে আমরা ঘন মাধ্যম পানি থেকে হালকা মাধ্যম বায়ুতে আমাদের চোখ প্রতিসারিত হওয়ায় আমরা মুদ্রাটিকে অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছি।
iii) গ্লাসে যে পযন্ত পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টাঃ গ্লাসের যে পযন্ত পানি আছে তার একটু নিচ থেকে যদি আমরা পাথরটিকে দেখার চেষ্টা করি তবে এটা হলো অবাস্তব প্রতিবিম্ব। কারণ এটা আমরা যেখান থেকে দেখার চেষ্টা করি পাথরটার অবস্থান ঠিক সেখানে নয়। পাথরটি আছে আরেকটু দূরে এবং গভীরে পাথরটিকে অনেক কাছে মনে হয়। আর মূলতা এমনটা হয় আলোর প্রতিসরনের কারণেই।
copied from-here