কোন বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হলে বস্তুটি ভেসে থাকে কারণ এক্ষেত্রে বস্তুর ওজনের থেকে বেশি পরিমাণ বল পানি বস্তুর উপর প্রয়োগ করে। আপনি নিজের কথাই চিন্তা করুন। আপনি কিভাবে পৃথিবীর সমতলে দাড়িয়ে আছেন? কেন পৃথিবীর কেন্দ্রে চলে যাচ্ছেন না ভুমি ভেদ করে? কারণ আপনি যে সমতলের উপরে দাঁড়িয়ে রয়েছেন সেই তল আপনাকে প্রতিক্রিয়া বল হিসেবে আপনার ওজনের সমপরিমাণ বলপ্রয়োগ করে। তাই আপনি সমতলে স্থির থাকেন।এক্ষেত্রে গ্রাভিটি উপেক্ষা করার কোন প্রশ্নই আসে না