যেসব যৌগের আণবিক সংকেতের সকল পরমাণুর সংখ্যাগুলোকে একটি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেসব সংখ্যার স্থূল সংকেত ও আণবিক সংকেত একই। আর যেসব যৌগের আণবিক সংকেতের সকল পরমাণুর সংখ্যাগুলোকে একটি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেসব সংখ্যার স্থূল সংকেত ও আণবিক সংকেত একই হয় না।
এখানে,
CO2 এ C পরমাণু আছে ১টি ও O পরমাণু আছে ২টি। ১ ও ২ কে কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই CO2 এর স্থূল সংকেত ও আণবিক সংকেত একই।
NO2 এ পরমাণু আছে N ১টি ও O পরমাণু আছে ২টি। ১ ও ২ কে কোনো সাধারণ সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাই NO2 এর স্থূল সংকেত ও আণবিক সংকেত একই।
C2H2 এ C পরমাণু আছে ২টি ও H পরমাণু আছে ২টি। ২ ও ২ কে সাধারণ সংখ্যা ২ দ্বারা ভাগ করা যায়। তাই C2H2 এর স্থূল সংকেত ও আণবিক সংকেত একই না।
C6H6 এ C পরমাণু আছে ৬টি ও H পরমাণু আছে ৬টি। ৬ ও ৬ কে সাধারণ সংখ্যা ৬ দ্বারা ভাগ করা যায়। তাই C6H6 এর স্থূল সংকেত ও আণবিক সংকেত একই না।