Vocabulary টিপস
vocabulary এর জন্য আজকেই একটা আলাদা ডায়রি বানিয়ে ফেলুন। যখনি কোনো নতুন ইংরেজি শব্দ পাবেন টা এই ডায়রিতে লিখবেন। আর লেখার জন্যও কিছু টিপ আছে। যেমন- ইংরেজি শব্দটি নীল কালি দিয়ে লিখবেন এবং অর্থ কালো কালি দিয়ে। এতে আপনি যখন পরে সেটা পড়বেন, তখন সুবিধা হবে। এছাড়া প্রত্যেক শব্দের অর্থের সাথে নিচে সেই শব্দ দিয়ে একটা উদাহরণ লিখে রাখুন। শব্দটি দিয়ে নিজেই বাক্য লেখার চেষ্টা করুন, না পারলে পরে ডিকশনারির সাহায্য নিন। প্রতিদিন ডায়রিটা ১৫ মিনিটের জন্য হলেও পড়ুন। তাহলে মোটামুটি এক বছরে আপনি নিজেই আপনার ভোকাবুলারি দেখে অবাক হবেন।
Sentence টিপস
নির্ভুল বাক্য তৈরির জন্য আপনার নিজে থেকে ইংরেজিতে লেখালেখি করতে হবে এবং ইংরেজি গল্পের বই পড়তে হবে। প্রথমেই কঠিন বই না পড়ে আগে সহজ সরল ইংলিশ স্টোরি বুক পড়তে পারেন। আর লেখালেখির ক্ষেত্রে নিজের একটা পার্সোনাল ডেইলি ডায়রি বানিয়ে ফেলুন। প্রতিদিন রাতে সেখানে দুই পৃষ্ঠা হলেও যা খুশি লিখুন। আর আপনি যেহেতু গ্রামার পারেন, তাহলে আমার মতে আপনি ভোকাবলারির সীমাবদ্ধতার কারণে লিখতে পারেন না। তাই লিখতে আটকে গেলে যে শব্দটার ইংরেজি জানেন না, দ্রুত সেটার ইংরেজি দেখে লিখে ফেলুন।
Fluently কথা বলার টিপস
ইংরেজিতে fluently কথা বলার পূর্বশর্ত হলো ইংরেজিতে কথা বলার ক্ষমতা থাকতে হবে। যেমন অনেকে ইংরেজিতে লিখতে পারে, কথাও বলতে পারে; কিন্তু কথা বলার সময় বারবার আটকে যায়। ধরে নিচ্ছি আপনিও ইংরেজিতে কথা বলতে পারেন কিন্তু বারবার আটকে যান। সেইক্ষেত্রে আপনি নিজেই নিজের সাথে কথা বলতে পারেন। এটার কারণে মানুষ আপনাকে পাগল বলতে পারে। তবে fluent হওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো উপায়। কারণ আপনি যখন নিজেই নিজের সাথে কথা বলবেন, তখন আপনি নিজের sentence structure, grammar, accent ইত্যাদি নিয়ে চিন্তা করবেন না। আর বেশিরভাগ মানুষই কথা বলার সময় fluent হতে পারে না কারণ তারা এগুলো নিয়ে চিন্তা করে। এছাড়া পরীক্ষা করে দেখা গিয়েছে মানুষ যখন এগুলো নিয়ে চিন্তা করে কথা বলে, তখন তার যা ভুল হয়, চিন্তা না করলেও সেগুলোই ভুল হয়। বরং চিন্তা করতে গিয়ে fluencyএর বারোটা বাজায়। আর কথা বলার সময় কষ্ট করে জটিল শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন। কারণ সহজ শব্দ ব্যবহার করে আপনি যত তাড়াতাড়ি কথা বলতে পারবেন, জটিল শব্দ চিন্তা করে বলে ততটা তাড়াতাড়ি পারবেন না। এছাড়া ইউটিউবে লেকচার ভিডিও না দেখে ইংলিশ কার্টুন দেখুন। বোঝার চেষ্টা করুন তারা কীভাবে কথা বলছে। Enslish Animation Movie গুলো এইক্ষেত্রে সবচেয়ে ভালো। প্রথমে subtitles সহ একবার মুভিটা দেখুন। তারপর subtitles ছাড়া বারবার দেখুন। এছাড়া আপনার confidence বাড়ানোর জন্য আপনি বিভিন্ন English Events এ যোগদান করতে পারেন। এই ইভেন্টগুলোতে আপনি আপনার মতোই ইংলিশ বলতে আগ্রহী অনেককে পাবেন। আর তাদের সাথে ইংলিশে গল্প করতে পারবেন। এতে আপনার confidence ও fluency দুটোই বাড়বে। For example:
Duolingo Events
https://events.duolingo.com