সবগুলো মনে রাখার কোনো নিয়ম জানা নেই, তবে প্রথম ৩০ টা মনে রাখার একটা শর্টকাট জানি। তবে বিষয়টা প্রথম প্রথম ছেলেমানুষী লাগতে পারে, কিন্তু একবার ভালোভাবে মনে রাখলে, পরে ভুলবার চান্স অনেকটাই কমে যায়।
১ থেকে ২০ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা আর ভর মনে রাখার পদ্ধতি
হাই হেলেন লিটন বেলিকে বউ করে নিলো। অরূণ ফুলিকে নিয়ে নামাজে এলে সিজদায় পড়ে সবাই কালিমা আওড়ায়।
হাই (H)
হেলেন (He)
লিটন (Li)
বেলিকে (Be)
বউ (B)
করে (Cr)
নিলো (N)
অরূন (o)
ফুলিকে (F)
নিয়ে (Ne)
না (Na)
মাজে (Mg)
এলে (Al)
সিজদায় (Si)
পড়ে (P)
সবাই (S)
কালিমা (Cl)
আওড়ায় (Ar)
এটি মনে রেখেছি আঙ্গুল দিয়ে। আঙুলের গিট গুনতে গুনতে এটা গড়গড় করে পড়লেই হয়। এখানে যতগুলোর পারমাণবিক সংখ্যা জোড়, তার সাথে ২ গুণ করলেই ভর পাওয়া যায়।
আর বিজোড় গুলোর সাথে ২ গুণ করে এক যোগ করতে হয়।
তবে ব্যতিক্রমও আছে, যেমন- H, Be, N ও Cl এর পারমাণবিক সংখ্যা 1, 4, 7 and 17 হলেও এদের ভর 1,9,14 and 35.5।
কেকা (ফেরদৌসি )
কে (K)
কা (Ca)
এখানে ফেরদৌসি লাগানোর দরকার ছিলো না। কিন্তু কেন জানি উনার চেহারাটা মাথার মধ্যে ভেসে উঠলে মনে রাখতে সুবিধা হয়! ভরের জন্যেও এখানে একই নিয়ম কাজ করে।
২০ থেকে ৩০ পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা মনে রাখার পদ্ধতি
স্কুটি ভ্যান করে মিনা আইস কফি নিয়ে কুপারসে যায়
স্কু (Sc)
টি (Ti)
ভ্যান (V)
করে (Cr)
মিনা (Mn)
আইস (Fe)
কফি (Co)
নিয়ে (Ni)
কুপারসে (Cu)
যায় (Zn)
খুব সম্ভবত তানভীর ভাইয়েরও এরকম একটা সূত্র আছে
( স্কুল টি ভেঙে চেয়ার ম্যান ফের কমিশন নিয়ে কাজে যাচ্ছেন )
দুঃখের বিষয় এটাতে ভর বের করার কোনো নিয়ম নেই, আর থাকলেও সেটা জানি না।
আর গ্রুপের জন্য আমি অন্যদের মতো একই সূত্রগুলোই ব্যবহার করি, কয়েকটা শব্দ খালি আলাদা, তবে তাতে তেমন কোনো পার্থক্য নাই।
এখন এই সূত্রগুলির কথা বলি। প্রথম সূত্রটা আমার মেঝো আপুর মাধ্যমে জানা, ওদের এক ক্লাসটিচার এই নিয়ম আবিষ্কার করেছিলো। আমি ক্লাস সেভেনে থাকতেই এটা শিখেছিলাম, যার জন্য এ কয়বছরে একদম মাথায় গেথে গেছে, যদিও শুরুতে শুরুতে অনেক ভুল হতো।
দ্বিতীয় সূত্রটা আমার নিজের বানানো। কিন্তু এটা বানিয়েছি কলেজে এসে। তাই দুটো সূত্র একসাথে মনে রাখার চেষ্টা করলে কী হবে জানি না।
আমার এক বড় ভাই বলেছিলেন, এই ভুংভাং সুত্র মনে রাখার সাথে সাথে ডাইরেক্ট মুখস্ত রাখতে, কারণ তাতে mcq এ কম টাইম লাগে। যদিও আমি আর আমার এক বন্ধু এখনো এটাই ব্যবহার করি, কিন্তু আমার সেই বড় ভাই ঠিক কথাই বলেছিলেন। পরীক্ষার হলে প্যানিকড হয়ে গেলে এসব মনে নাও আসতে পারে।
আরেকটা বিষয় ছিল ম্যাজিক নাম্বারের, (8),8,18,18,32,32
গ্রুপ ১৩ থেকে ১৮ এর কোনো ১ম মৌলগুলো হলো BCNOF ,এদের সাথে এই নাম্বারগুলো যোগ করলে একই গ্রুপের অন্য মৌলগুলোর সংখ্যা জানা যায়। প্রথম 8টা কেবল গ্রুপ ১৮ এর জন্য, কেননা অন্যান্য গ্রুপগুলোতে ১ নাম্বার গ্রুপ খালি।