রিলেটিভ ভেলোসিটি - আস্ক পড়ুয়া
2 পছন্দ 0 জনের অপছন্দ
580 বার প্রদর্শিত
"পদার্থবিজ্ঞান" বিভাগে করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

আমি যদি একটি গতিশীল বাসের ছাদের উপর দাঁড়িয়ে 5০ মিটার/সেকেন্ড বেগে একটি বল সামনের দিকে ছুড়ে মারি এবং বাসটির গতি 30মিটার/সেকেন্ড হয়, তবে বলটির গতি কার সাপেক্ষে কত হবে? (যে বাসের উপরে দাঁড়িয়ে বল ছুঁড়েছে এবং যে বাসের বাইরে নিচে রাস্তায় দাঁড়িয়ে আছে)

[এই প্রশ্নটির উত্তর একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েন, প্লিজ।]

image
করেছেন (231 পয়েন্ট)
2 0
নিচে দাঁড়িয়ে আছে বলতে কী বাসের ভেতরে থাকা বোঝাচ্ছে,  নাকি বাইরে দাঁড়ানো কাউকে বোঝাচ্ছে? আর "বাসের গতি টেন 30 m/s "বলতে কী বুঝিয়েছেন আপু?
করেছেন (2.2k পয়েন্ট)
0 0
ঠিক করে দিয়েছি।
করেছেন (231 পয়েন্ট)
0 0
আর প্রশ্নের নামটা একটু পালটে দিলাম। কারণ এই সাইটের অনেকেই এই বিষয়গুলো   আমার চেয়েও ভালো করে বুঝাতে পারবে বলে আমার ধারণা ❤️

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (231 পয়েন্ট)
সম্পাদিত করেছেন

বলের গতি, VBall = 50m/s

বাসের গতি, VBus = 30m/s


Case no 1: বলের দিক ও বাসের দিক একই


বাসের সাপেক্ষে বলের গতি 

=  VBall — VBus = 50m/s — 30m/s = 20m/s

অর্থাৎ, বাসের ছাদে থাকা ব্যক্তির  কাছে মনে হবে বলটি 20m/s বেগে যাচ্ছে। 


Case no 2:  বলের দিক ও বাসের দিক বিপরীত


দিক বিপরীত বলে বাসের গতি পজিটিভ ধরলে, বলের গতি নেগেটিভ হবে।


বাসের সাপেক্ষে বলের গতি 

=  VBall — VBus = —50m/s — 30m/s = —80m/s

অর্থাৎ, বাসের ছাদে থাকা ব্যক্তির কাছে মনে হবে বলটি পেছনের দিকে 80m/s বেগে যাচ্ছে। 



বাস্তব জীবনে, আপেক্ষিক বেগের উদাহরণ দেখার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে ট্রেন। 

মনে করুন, আপনি একটি ট্রেনে বসে আছেন।  এখন উল্টোদিক থেকে একটা ট্রেন একই গতিতে পাশের লাইন দিয়ে যাওয়া শুরু করলো। এখন আপনার কাছে কী মনে হবে?


ট্রেনে আসা-যাওয়ার অভিজ্ঞতা থাকলে আপনি বলবেন, পাশের ট্রেনটা ভয়াবহ গতিতে যাচ্ছিল। কিন্তু আসলেই কী তা-ই?

 যদি আপনার ট্রেনের বেগ হয় a m/s,  এবং একই বেগে বিপরীত দিক দিয়ে ট্রেন যায়, তাহলেও কিন্তু আপনার কাছে ঐ ট্রেনের বেগ মনে হবে 

= -a -(a) = - 2a  m/s

অর্থাৎ আপনার মনে হবে পাশের ট্রেনটা বিপরীত দিকে 2 গুণ বেগে যাচ্ছে। মূলত এজন্যই আমাদের কাছে এরকম ঘটনায় পাশের ট্রেনের বেগ ভয়াবহ বেশি মনে হয়।

আপনার প্রশ্নের দ্বিতীয় অংশটির আলোচনা একটু জটিল ও বড় বলে, তা আরেকটি প্রশ্নের মাধ্যমে করছি।

করেছেন (2.2k পয়েন্ট)
0 0
কিন্তু ভাইয়া, আমার ভাইয়া গতকাল রাতে আমার জন্য মুহাম্মদ জাফর ইকবাল স্যারের 'থিওরি অব রিলেটিভিটি' বইটা এনে দিয়েছে। আর সেটা দেখে আমার মাথায় আবার প্যাঁচ লেগে গিয়েছে। মন্তব্যে ছবিটা দেওয়া যাচ্ছে না বলে প্রশ্নেই সংযুক্ত করছি।
23 নভেম্বর 2020 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন (231 পয়েন্ট)
24 নভেম্বর 2020 বন্ধ করেছেন
নিঝুমের প্রশ্নের দ্বিতীয় অংশ

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 13 বার প্রদর্শিত
2 দিন পূর্বে "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Arifin Khan (11 পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 88 বার প্রদর্শিত
12 নভেম্বর 2024 "পদার্থবিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Lamyea (417 পয়েন্ট)
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

4.6k জন সদস্য

...