এসিড ও ক্ষারের পার্থক্য
১)যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে H+ উৎপন্ন করে তাকে এসিড বলে; আর যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে অক্সিজেন ও হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে OH- উৎপন্ন করে তাকে ক্ষার বলে।
২) এসিড নীল লিটমাসকে লাল করে; আর ক্ষার লাল লিটমাসকে নীল করে।
৩) এসিড টক স্বাদযুক্ত; আর ক্ষার কটু স্বাদযুক্ত।
৪) এসিড পানিতে হাইড্রোজেন আয়ন দান করে; আর ক্ষার পানিতে হাইড্রোক্সিল আয়ন দান করে।
৫) এসিডের উদাহরণ হলো হাইড্রো ক্লোরিক এসিড(HCl); আর ক্ষারের উদাহরণ হলো সোডিয়াম হাইড্রোক্সাইড(NaOH)।