প্রশ্নটির উত্তর আমি পেয়ে গিয়েছি। তাই আমিই লিখে দিচ্ছি।
বল এক ধরনের ভেক্টর রাশি।
কারণ
যেসব রাশির মান ও দিক উভয়ই থাকে তাকে ভেক্টর রাশি বলে।আর বলের ক্ষেত্রে মান ও দিক উভয়ই উল্লেখ করতে হয়। যদি বলা হয় কাবিল10N বল প্রয়োগ করল; তাহলে এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না। তাই 10N কোনদিকে প্রয়োগ করা হয়েছে তাও বলতে হবে। যেমন- কাবিল নিচের দিকে 10N বল প্রয়োগ করল।