উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ বল কোনো প্রভাব বিস্তার করে কি না ব্যাখ্যা করো। - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
1.4k বার প্রদর্শিত
"উদ্ভিদবিজ্ঞান" বিভাগে করেছেন (24 পয়েন্ট)

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (94 পয়েন্ট)
পৃথিবীর সাথে অন্য যে কোন বস্তুর আকর্ষণকে অভিকর্ষ বলে।উদ্ভিদের বৃদ্ধি ও চলন সহ বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ গুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিশেষ নিয়মে সম্পন্ন হয়ে থাকে।উদ্ভিদের স্বাভাবিক বিকাশে বিভিন্ন বাহ্যিক প্রভাবক বিশেষ ভূমিকা রাখে। বাহ্যিক প্রভাবক গুলোর মধ্যে অন্যতম হলো অভিকর্ষ।

যেহেতু পৃথিবীর অভিকর্ষ বলের ধারা সকল বস্তুকে কেন্দ্র বরাবর নিজের দিকে আকর্ষণ করে তাই পৃথিবীর প্রতিটি নিয়ামক এই আকর্ষণের দ্বারা প্রভাবিত হয়। উদ্ভিদ জীবনে প্রয়োজনীয় উপাদান গুলো নিচের দিকে আকর্ষণ বলের প্রভাবে থাকায় উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধিতে প্রভাব ফেলে।ভূপৃষ্ঠ থেকে উদ্ভিদ যতই উপরে বৃদ্ধি পায় তত শীর্ষ প্রান্ত পৃথিবীর কেন্দ্র বরাবর আকর্ষণ বৃদ্ধি পায় ফলে তা নীচে ঝুঁকে পড়ে, বেশি উপরে বৃদ্ধি পেতে পারে না।আবার উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়া এ মাটি থেকে পানি শোষণ করে।এই পানি অভিকর্ষ নের জন্যই উদ্ভিদ দেহের মধ্য দিয়ে বেশি উপরে যেতে পারে না।অভিকর্ষ এর ফলে কোষের উপাদান গুলো নিচের স্থানান্তরিত হয় ফলে চাপ পড়ে পার্শ্বীয় কোষের প্রাচীরে। এতে অভিকর্ষনীয় চলন দেখা যায়।এর ফলে কোষের অন্যান্য উপাদান খনিজ ইত্যাদি বেশি উপরে উত্তোলিত হতে না পারায় শীর্ষ কোষ বিভাজন রহিত হয়ে বৃদ্ধি বন্ধ করে দেয়। এর থেকে বোঝা যায় যে অভিকর্ষ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারে।
আবার উদ্ভিদে অভিকর্ষ বলের প্রভাবে কান্ডের অভিকর্ষ বিমুখী ও অভিকর্ষ মুখী প্রসারণ হয়। অভিকর্ষের টানে উদ্ভিদের মূলের কোষের উপাদান গুলো নিচের দিকে স্থানান্তরিত হয়। অর্থাৎ অভিকর্ষের টানে মুলটি নিচের দিকে বাড়তে থাকে।
পরিশেষে বলা যায় যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির ক্ষেত্রে অভিকর্ষ বল প্রভাব বিস্তার করে থাকে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 681 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 418 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
2 টি উত্তর 308 বার প্রদর্শিত
12 জুলাই 2020 "পড়ুয়া বোর্ড" বিভাগে জিজ্ঞাসা করেছেন Sharmin Shanu (1.1k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 3.6k বার প্রদর্শিত
22 অক্টোবর 2020 "রসায়ন" বিভাগে জিজ্ঞাসা করেছেন Nijhum (2.2k পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 22.7k বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.3k জন সদস্য

...