Physics, Chemistry, Biology, Higher Math এই চারটি বইকে সাইন্স গ্রুপের একেবারে নিজস্ব বই বলা যায়।
আর বাদবাকি বইগুলো হচ্ছে বাংলা ১ম ও ২য় পত্র, English 1st and 2nd paper, সাধারণ গণিত, ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ICT। সাইন্স-কমার্স- আর্টস, সবগুলো গ্রুপের জন্যই এই বইগুলো বাধ্যতামূলক।
আগে শারীরিক শিক্ষা, কৃষি/গার্হস্থ্য, ক্যারিয়ার শিক্ষা এবং চারু ও কারুকলাও ছিল। তবে বর্তমানে এগুলো নেই বললেই চলে।