Abirul Islam, প্রশ্নে কিন্তু অংকটার সমাধান নয়, বরং একক সংক্রান্ত জটিলতার উত্তর চাওয়া হয়েছে। তাই আমি মূল অংকের সমাধান করি নি, শুধু এই অংশটুকুর উত্তর দিয়েছি।
অংকটিতে চাঁদ-পৃথিবীর দূরত্ব বলা আছে 3.84*10^6 km, কিন্তু ব্যবহার করা হয়েছে 3.84*10^8 m. ফলে m ও km একক নিয়ে একটি বিভ্রান্তি দেখা গিয়েছিল। আমি উত্তরে এই বিষয়টিই ব্যাখ্যা করেছি। যেহেতু প্রশ্নে অংকের সমাধান চাওয়া হয় নি, তাই আমি সেটা করার প্রয়োজনও মনে করি নি।
অংকটির উত্তর অবশ্যই kg এককে আসবে, কেননা অংকে ভর চাওয়া হয়েছে।