১। HNO একটি এসিড, আর NaOH একটি ক্ষার। ২। HNO3 জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন(H+) দান করে, NaOH জলীয় দ্রবণে হাইড্রোক্সিল(OH-) আয়ন দান করে। (আরহেনিয়াস মতবাদ) ৩। HNO3 প্রোটন দান করতে পারে আর NaOH প্রোটন গ্রহণে সক্ষম।(ব্রাউনস্টেড-লাউরি মতবাদ) ৪। HNO3 ইলেক্ট্রণ যুগল গ্রহণ করতে পারে। অপরদিকে NaOH ইলেকট্রন যুগল দানের সক্ষমতা রাখে। (লুইস মতবাদ)