রেমিটেন্স দেশের নানা ক্ষেত্রে বিনিয়োগ হওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।
প্রবাসে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, করমচারী ও পেশাজীবিরা তাদের অর্জিত অর্থের একটি অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ একদিকে যেমন তাদের পরিবারের প্রয়োজন মিটিয়ে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করছে, অন্যদিকে নানা ক্ষেত্রে বিনিয়োগও হচ্ছে। এছাড়াও বর্তমানে বাংলাদেশের জাতীয় আয়ের একটি বড় অংশ প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকেই আসছে। আর এভাবেই রেমিটেন্স দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।