এখানে কোনগুলো মিল ও কোনগুলো অমিল? - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
946 বার প্রদর্শিত
"বিজ্ঞান" বিভাগে করেছেন (417 পয়েন্ট)
পূনঃপ্রদর্শিত করেছেন

image

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (231 পয়েন্ট)

(আসলে আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের ভেতরই আছে। নিচে ছক করে তা দেখিয়ে দিলাম শুধু, আশা করি বুঝতে পারবেন।)  


মিল

  • ক্যামেরা ও চোখ উভয়ের ভেতরই আলো প্রতিফলিত না হবার জন্য যথাযথ ব্যবস্থা রয়েছে।
  • ক্যামেরা ও চোখ উভয়ের লেন্সই প্রয়োজন অনুসারে খুলে রাখা যায়।
  • ক্যামেরা ও চোখ উভয়ের জন্যই প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় আলো প্রবেশ করতে দেওয়া হয়।
  • ক্যামেরা ও চোখ উভয়ের ক্ষেত্রেই উত্তল লেন্স ব্যবহৃত হয়, যা অভিসারী ক্ষমতাসম্পন্ন       
  • ক্যামেরার ক্ষেত্রে অভিসারী লেন্সের মাধ্যমে প্রতিবিম্ব গ্রহণ করা যায়। চোখের কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, চক্ষু লেন্স ইত্যাদি অভিসারী  লেন্সের মতো করে ক্রিয়া করে গঠন করে।
  • ক্যামেরা ও চোখ উভয়ের জন্যই লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব বাস্তব, উল্টো ও খাটো হয়।   


অমিল

  ক্যামেরা                                   চোখ                           
 ভেতরে প্রবেশ করা আলোর প্রতিফলন না হবার জন্য একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে।    ভেতরে প্রবেশ করা আলোর প্রতিফলন না হবার জন্য কৃষ্ণগহব্বর নামক বিশেষ অংশ রয়েছে।  
  লেন্সের মুখ খোলার জন্য ক্যামেরার সাটার দরকার।
 লেন্স খুলতে প্রয়োজন পেশিবহুল চোখের পাতা।
লেন্সের ফোকাস দুরুত্ব নির্দিষ্ট।  লেন্সের ফোকাস দুরুত্ব প্রয়োজন অনুযায়ী পরিবর্তনশীল। 
 ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্রপথে আলো প্রবেশ করে।  কর্নিয়ার ছিদ্রপথে আলো প্রবেশ করে। 
অভিসারী লেন্স থাকলেও কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার ইত্যাদি ক্ষুদ্র অঙ্গাণু অনুপস্থিত।  কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, চক্ষু লেন্স ইত্যাদি আছে, যারা একত্রে অভিসারী লেন্সের মতো কাজ করে।   
আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব ফেলা হয়৷     আলোক সুবেদী অক্ষপটে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠিত হয়৷   


সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 1.3k বার প্রদর্শিত
03 অক্টোবর 2020 "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Jeiha Haque (22 পয়েন্ট)
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 2.8k বার প্রদর্শিত
11 জুলাই 2020 "বিজ্ঞান" বিভাগে জিজ্ঞাসা করেছেন Lamyea (417 পয়েন্ট)
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 1.6k বার প্রদর্শিত
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 3.5k বার প্রদর্শিত
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 507 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

3.3k জন সদস্য

...