তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মূল পার্থক্য নিচে ব্যাখ্যা করা হলো:--
যেসব পদার্থ তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক বিক্রিয়া করে অন্য পদার্থে পরিণত হয় তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য বলে।অন্যদিকে যেসব পদার্থ দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, ফলে রাসায়নিক বিক্রিয়া করে না তাদের তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে।
তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে মূল পার্থক্য হল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত অবস্থায়ও তড়িৎ পরিবহন করে না। যেমন সোডিয়াম ক্লোরাইড, এসিড মিশ্রিত পানি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এরা তড়িৎ পরিবহন করে।কিন্তু , গ্লুকোজ তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যা বিগলিত দ্রবীভূত অবস্থায় ও তড়িৎ পরিবহন করে না।
সুতরাং উপরোক্ত আলোচনার মাধ্যমে বলা যায় যে, তড়িৎ বিশ্লেষ্য ও তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের মধ্যে কিছু পার্থক্য রয়েছে।