শুষ্ক কোষ NH4Cl, MnO2 এর মতো তড়িৎবিশ্লেষ্য দ্রবের মিশ্রিত পেস্ট দ্বারা তৈরি। এই কোষে অ্যানোড হিসেবে Zn এবং ক্যাথোড হিসেবে গ্রাফাইট দন্ড ব্যবহৃত হয়।তড়িদবিশ্লেষ্য দ্রবের বিক্রিয়ার ফলে Zn তড়িদদ্বারের মাধ্যমে শুষ্ক কোষ তড়িৎ প্রবাহ করে।
anode :Zn(s)------>Zn2+(aq) +2e–
cathode:2 e– +2NH4+(aq)---->2NH3(g)+H2(g)
2NH3(g)+Zn+2 (aq)---->[Zn(NH3)2]2+(aq)
H2(g)+2MnO2(s)---->Mn2O3(s) +H2O(l)
_____________________________________
Zn(s)+2 NH4+(aq)+2 MnO2(s)------>[Zn(NH3)2]2+(aq) + Mn2O3(s) + H2O(l)