HCl একটি অম্লীয় পদার্থ। কারণ অম্ল বা এসিডের বৈশিষ্ট্য হলো-
i. যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং পানিতে H+ উৎপন্ন করে তাকে এসিড বলে।
ii. এসিড নীল লিটমাসকে লাল করে।
iii. এসিড টক স্বাদযুক্ত।
iv. এসিড পানিতে হাইড্রোজেন আয়ন দান করে।
v. এসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে।
উপরের সবগুলো বৈশিষ্ট্য HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক এসিডের মাঝে লক্ষ্য করা যায়। তাই এটি একটি অম্লীয় পদার্থ।