এটা আসলে প্রশ্নে কী কী তথ্য দেওয়া আছে সেটার উপর নির্ভর করে। যদি প্রশ্নে বাহু সমান আর সমান্তরাল বলাই থাকে, তাহলে "চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল'' এই তথ্য দিয়ে প্রমাণ করা যাবে না। কারণ টিচাররা আমাদের শুধু শুধু নাম্বার দিবেন না। তাই কোণ দেখাতে হবে, যেভাবে প্রশ্নের ছবিতে করা আছে। তবে যদি প্রশ্নে "চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল'' এই তথ্যের কোনোটা বাদ থাকে, তাহলে এই তথ্য দিয়েই হবে।