মানুষের মস্তিষ্কের ডান ও বাম সেরিব্রাল হেমিস্ফিয়ার যথাক্রমে দেহের বাম ও ডান অংশ নিয়ন্ত্রণ করে।তাই মানুষের কোন হেমিস্ফিয়ার বেশি সক্রিয় তার উপর নির্ভর করে মানুষ কোন হাঁতি হয়।এছাড়া অঅভ্যাসগত কারণেও মানুষ যেকোনো একটি হাতে কাজ করতে বেশি সাচ্ছন্দ্য বোধ করে