বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির জন্য মুক্তির সনদস্বরূপ।
১৯৭১সালের ৭ই মার্চ ধাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) অনুষ্ঠিত জনসভায় শেখ মুজিবুর রহমান বিকেল ২টা ৪৫মিনিট থেকে বিকেল ৩টা ৩মিনিট পর্যন্ত ১৮মিনিটের যে ঐতিহাসিক ভাষণ দেন তা-ই ইতিহাসে ৭ই মার্চের ভাষণ নামে পরিচিত।
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে তাদের উপর করা সকল অন্যায়ের সার সংক্ষেপ তুলে ধরেন এবং তাদের মাঝে নিহিত দেশপ্রেমকে জাগিয়ে তোলেন। তিনি তাঁর কালজয়ী ভাষণের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণভেদে সকল বাঙালিকেএক হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে বলেন। তিনি বলেন, "প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।" তিনি আরো বলেন, "প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।" এই ভাষণে উদ্বুদ্ধ হয়েই বাঙালি জাতি ১৯৭১সালের ২৬শে মার্চ মরণপণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে এবং দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনে। তাই এই ভাষণকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়।