বর্তমান যুগ হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। এ যুগে তথ্য প্রক্রিয়াকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন প্রকার ব্যবসায়িক কাজে এবং যেকোনো গবেষণায় প্রাপ্ত উপাত্তকে বোধগম্যভাবে উপস্থাপনের জন্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করতে হয়। আর এই কাজেই স্প্রেডশিট ব্যবহৃত হয়। বর্তমানে স্প্রেডশিটের ব্যবহার জনপ্রিয় হয়ে উঠেছে, কারণ-----
(১)এটি ব্যবহার করে বিপুল পরিমাণ উপাত্ত নিয়ে কাজ করা যায়।
(২)এটি ব্যবহারের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়।
(৩)এতে সূত্র ব্যবহারের সুযোগ থাকায় হিসাবের কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।
(৪)এতে একই সূত্র বারবার ব্যবহার করা যায় বলে প্রক্রিয়াকরণে সময় কম লাগে।
(৫)উপাত্তের চিত্ররূপও এর মাধ্যমে দেওয়া যায়।
পরিশেষে বলা যায় যে, বর্তমান যুগে স্প্রেডশিট আমাদের জীবনে বর্ণনাতীত সুবিধা এনে দিয়েছে বলেই এটি জনপ্রিয় হয়ে উঠেছে।