প্রশ্ন:- শুদ্ধ করে লেখ:
আসারে বৃষ্টি হয়। অতি বৃষ্টির পাণি পরিনামে বয়ে আণে বণ্যা। লোকের কস্ট বাড়ে। দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুঃভার। চলাচল দুস্কার হয়ে পড়ে।
উত্তর: আষাঢ়ে বৃষ্টি হয়। অতি বৃষ্টির পানি পরিণামে বয়ে আনে বন্যা। লোকের কষ্ট বাড়ে। দেখা দেয় বিভিন্ন রোগের প্রাদুর্ভার। চলাচল দুষ্কর হয়ে পড়ে।