বিপরীতার্থক শব্দ
i) অধম-উত্তম---->তুমি অধম বলেই আমাকে উত্তম হতে হবে।
ii) খ্যাতি-অখ্যাতি-----> আমার খ্যাতির সাথে সাথে কিছু অখ্যাতিও আছে।
iii) জন্ম-মৃত্যু-----> জন্ম যখন নিয়েছি মৃত্যু তো অবধারিত।
iv) ধ্বংস-সৃষ্টি-----> কোনো কিছু ধ্বংস করা সহজ কিন্তু সৃষ্টি করা কঠিন।
v) বড়-ছোট----> বড় যদি হতে চাও, ছোট হও তবে।
বাগধারা
i) আমড়াগাছি করা---->(তোষামুদে) আজকাল আমড়াগাছি না করলে কোনো কাজ হাসিল হয় না।
ii) টাকার গরম---->(অর্থের অহংকার) টাকার গরমে মোহনের পা মাটিতে পড়ে না।
iii) পালের গোদা----->(দলপতি) পালের গোদা ধরা পড়েছে, এবার বাকিরাও ধরা পড়বে।
iv) দুধে-ভাতে থাকা----> (সুখে থাকা) আমার সন্তান যেন দুধে-ভাতে থাকে।
v) হ-য-ব-র-ল---->(বিশৃঙ্খলা) বাবার মৃত্যুতে গোছানো সংসারটা যেন হ-য-ব-র-ল হয়ে গেল।