একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার ও প্রস্থ ৩২মিটার ৮০ সে.মি।
ক. ক্ষেত্রটির ক্ষেত্রফলকে বর্গগজে প্রকাশ কর।
খ. ক্ষেত্রটির ভিতরে চতুর্দিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল নির্নয় কর।
গ. ক্ষেত্রটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার ক্ষেত্রের ভিতরে ঘাস লাগাতে প্রতি বর্গমিটারে ৫০ টাকা হিসেবে মোট কত টাকা প্রয়োজন।