আমি 'মরু ভাস্কর' প্রবন্ধের আলোকে মহানবি (স) এর সকল গুণই নিজের মধ্যে দেখতে চাই।
হযরত মুহাম্মদ (স) ছিলেন যেকোনো মানুষের জন্য অনুকরণীয় আদর্শ। তিনি ছিলেন একজন অবিসংবাদিত নেতা; সকলেই তাঁর নেতৃত্ব মেনে চলত। তিনি ছিলেন নিরহংকার, অজেয়, অকুতভয়, সত্যে ও সংগ্রামে বজ্রের মতো কঠিন; তাই শত্রুরা তাঁকে ভয় পেত। এছাড়াও তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী, সর্বদা হাসিখুশি স্বভাবের; তাই সবাই তাঁকে পছন্দ করতো। তিনি কখনোই কারো সাথে খারাপ আচরণ করতেন না এবং সর্বদা সত্য কথা বলতেন; তাই শুধু বন্ধুরাই না শত্রুরাও তাঁকে সম্মানের চোখে দেখতো।
আমিও আমার মাঝে তাঁর এসব গুণাবলী ধারণ করে সবার প্রিয় পাত্রে পরিণত হতে চাই।