তাপের প্রভাবে গ্যাসীয় পদার্থের প্রসারণ সবচেয়ে বেশি হয়।গ্যাসীয় পদার্থের আন্তঃআণবিক গঠন দেখলে দেখা যায় এদের অভ্যন্তরে কণাসমূহের মধ্যে আন্তঃআণবিক বল খুবই কম এবং কণাসমূহ অনেক দূরে দূরে অবস্থান করে। আকর্ষণ বল কম থাকার কারণে তাপ প্রদানে এরা গতিশক্তি অর্জন করে দ্রুত দূরে সরে যায় এবং বেশি দূরে সরে যায়, ফলে এদের প্রসারণ সবচেয়ে বেশি ও দ্রুত হয়।