কুমু ও লাটু গাছে একটি আহত পাখি দেখে চিন্তিত হয়ে পড়ে। তারা পাখিটির জন্য গাছে একটি নিরাপদ বাসা বানিয়ে দেয়। তার সুস্থতার জন্য চিকিৎসা করে। তার খাবারের ব্যবস্থা করে। এরপর পাখিটি সুস্থ হয়ে নিজের দলের পাখিদের সাথে উড়ে গেলে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে পাখিটির প্রতি তাদের সহানুভূতিই প্রকাশ পায়।