আমার এলাকাটি একটি ভূমিকম্পপ্রবণ এলাকা। তাই ভূমিকম্প মোকাবেলায় আমি যেসব পদক্ষেপ গ্রহণ করবো তা নিম্নরূপঃ
১) বাড়িতে প্রধান দরজা ছারাও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজার ব্যবস্থা করবো।
২) বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, হেলমেট, টর্চ প্রভ্রিতি মজুদ রাখবো।
৩) ভূমিকম্পের সময় আশ্রয় নেয়া যায় এমন একটি টেবিল বাড়িতে রাখবো।
৪) ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি এবং গ্যাসের সংযোগ বন্ধ করে রাখবো।
৫) ভুমিকম্প চলাকালীন যেন ভয় না পেয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারি এজন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখবো।