বর্ষাকালে সূর্য বাংলাদেশের ওপর খাড়াভাবে কিরণ দেয়। বাংলাদেশে তখন বেশ গরম থাকে বলে বায়ুচাপ কম থাকে। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর অঞ্চলে তখন সূর্য তুলনামূলকভাবে তীর্যকভাবে কিরণ দেয়। তাই সে অঞ্চল কম গরম হয় বলে বায়ুচাপ বেশি থাকে। ফলে তখন বায়ু বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ দিক থেকে প্রবাহিত এ বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। এ জলীয়বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টি হয়। তাই বর্ষাকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টি হয়।আর্দ্রতা হল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্য মাসের তুলনায় বেশি।