লিটমাস কাগজ তৈরি করা হয় সাধারন কাগজে লিচেন নামক এক ধরনের গাছ থেকে প্রাপ্ত রঙের সাহায্যে। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে রক্তবর্ণের হয় । এই রক্তবর্ণের লিটমাস কাগজে পটাশিয়াম কার্বনেট (K2CO3) ও অ্যামনিয়া দিয়ে গাজন করলে তা নীলবর্ণ ধারন করে। এই নীলবর্ণ লিটমাস কে সালফিউরিক এসিড (H2SO4) বা HCl যোগ করলে তা লাল বর্নের লিটমাস পেপের তৈরি হয়।