লিটমাস কাগজ হলো এক ধরনের নির্দেশক।
যেসব পদার্থ নিজেদের রঙ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পদার্থ এসিড না ক্ষারক বা কোনোটিই নয় নির্দেশ করে তাকে নির্দেশক বলে। লিটমাস কাগজও একটি নির্দেশক। লাইকেন নামক গাছের ছাল হতে প্রাপ্ত রঙ দ্বারা এটি তৈরি করা হয়। এভাবে প্রাপ্ত লিটমাস কাগজ দেখতে রক্তবর্ণের হয় । এই রক্তবর্ণের লিটমাস কাগজে পটাশিয়াম কার্বনেট (K2CO3) ও অ্যামনিয়া দিয়ে গাজন করলে তা নীলবর্ণ ধারন করে।