শুক্রকে ইংরাজিতে ভিনাস্ (Venus) বলা হয়। বুধগ্রহের পরেই শুক্রের ভ্রমণ পথ এবং শুক্রের পরেই আমাদের পৃথিবীর ভ্রমণ-পথ।
এটা থেকে বোঝা যায় যে, শুক্র আমাদের পৃথিবীর খুব কাছে আছে। কিন্তু পরবর্তিতে হিসাব করে দেখা যায়—শুক্র ঘুরতে ঘুরতে এক এক সময়ে পৃথিবী থেকে আড়াই কোটি মাইল দূরে চলে গেছে । পৃথিবী হতে চাঁদ যত দূরে আছে, শুক্র তখন তার চেয়ে এক শত গুণ দূরে আসে।আর দূরে থাকায় সেখানে চাদের আলো পৌছাতে পারে না ।তাই বলা যায় , শুক্র গ্রহের কোনো চাদ বা উপগ্রহ নেই।