যখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠি তখন আমাদের ত্বরণ হয় g এর বেশি।কারণ আমাদেরকে তখন অভিকর্ষ বলের বিপরীতে বল প্রয়োগ করতে হয়।আর এই বল প্রয়োগের ফলে ত্বরণ সৃষ্টি হয় যা অভিকর্ষজ ত্বরণ অপেক্ষা বেশি।আমরা নিজেদেরকে এ সময় ভারিও অনুভব করি।অনেকটা লিফটের ঘটনার মতো। তবে এখানে কষ্ট হওয়ার কারণ হচ্ছে বলটা আমাদেরকে প্রয়োগ করতে হয়।আর লিফটে বলটা যান্ত্রিকভাবে প্রয়োগ করতে হয়।