কেন্দ্রামুখী বল (Centripetal Force) অলীক বা কল্পিত বল নয়, এটি একটি বাস্তব বল। এটি বাস্তব কোনো বলের কারণে সৃষ্টি হয়, যেমন মাধ্যাকর্ষণ বল, ঘর্ষণ বল বা টানবলের জন্য এর উদ্ভব হয়। এটি সরাসরি বস্তুতে কাজ করে এবং বস্তুটিকে বৃত্তাকার পথে চলতে সাহায্য করে।
তবে, কেন্দ্রাবিমুখী বল (Centrifugal Force) অলীক বা কল্পিত বল।