ক) i
সমদ্রুতি
যদি পাথরটি হঠাৎ ছেড়ে দেওয়া হয়: পাথরটি বৃত্তের স্পর্শকের (tangent) দিকে সোজা পথে চলে যাবে। এটি তখন আর বৃত্তাকার পথে থাকবে না, বরং সরলরৈখিক গতি (Linear Motion) গ্রহণ করবে। যদি বাতাসের ঘর্ষণ ও অন্য কোনো বাহ্যিক বল উপেক্ষা করা হয়, তবে পাথরটি সমদ্রুতি বজায় রেখে সরলরৈখিক পথে চলবে।