ক) ১,২
কারণ-
মানুষের মুখে মুখে প্রচলিত বিভিন্ন ধরনের গাঁথা, গান, ছড়া, প্রবাদ ইত্যাদি সাহিত্যকে লোকসাহিত্য বলে। কমলার দীঘি আর মহুয়ার পালা ছিল প্রাচীন বাংলার দুইটি বিখ্যাত পালা গানের আসর। পালা গান মূলত আমাদের লোক সাহিত্যের উদাহরণ।
কিন্তু চর্যাপদ একটি লিখিত গ্রন্থ। এটি বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন। তবে এটি লোকসাহিত্য না, শুধু সাহিত্য যেখানে নানা ছন্দবদ্ধ বাক্যের মাধ্যমে প্রাচীন বাংলার মানুষ ও তাদের জীবনযাপন সম্বন্ধে ধারণা পাওয়া যায়।