মানুষের মোট দাঁতের সংখ্যা যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে দন্ত সংকেত বা ডেন্টাল ফর্মুলা বলে। মানুষের চোয়ালে চার ধরনের দাঁত থাকে। একটি সরল রেখার উপর ও নীচে বিভিন্ন প্রকার দাঁতের ইংরেজি নামের প্রথম অক্ষর লিখে ঐ ধরনের দাঁত প্রতি চোয়ালের অর্ধাংশে কয়টি আছে তা লিখা হয়। অতঃপর প্রতি চোয়ালের অর্ধাংশ এর মোট দাঁতের সংখ্যা কে 2 দ্বারা গুন করে উভয় চোয়ালের দাঁতের সংখ্যা যোগ করে মোট দাঁতের সংখ্যা পাওয়া যায়।
এ নিয়ম অনুযায়ী মানুষের দন্ত সংকেত হচ্ছে I2C1P2M3 ।
মানুষের প্রত্যেক চোয়ালে ১৬ টি করে দাঁত থাকে।নিচে দাতের নাম ও সংখ্যা সহ দেওয়া হল:-
১। কেন্দ্রে- ইন্সিসর বা কর্তন-
দু পাশে ২টি করে মোট- ৪টি
২। কেন্দ্রের দুপাশে- ক্যানাইন বা ছেদন-
দু পাশে ১ টি করে মোট- ২টি
৩। ক্যানাইনের পাশে-প্রি-মোলার বা অগ্র-
পেষণ- দু পাশে ২টি করে মোট-৪টি
৪। চোয়ালের দু প্রান্তে- মোলার বা
পেষণ- দু পাশে ৩টি করে মোট- ৬টি।
সংক্ষেপে- প্রত্যেক চোয়ালে-
১।ইন্সিসর-২×২=৪ টি
২।ক্যানাইন-১×২=২ টি
৩।প্রি-মোলার-২×২=৪ টি
৪।মোলার-৩×২=৬ টি
মোট- ১৬ টি
★দন্ত সংকেত:
(I2 C1 P2 M3)/(I2 C1 P2 M3)=((2+1+ 2+3)×2)/((2+1+
2+3)×2)=(8×2)/(8×2)=16/16=16+16=32
@ARFAT