ঠাকুরমার ঝুলি সহ আরো অনেক রূপকথার গল্প দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করেন। পরে তিনি তা লিখিতভাবে প্রকাশ করেন এবং তার লেখার ভঙ্গিতে গল্পগুলো শিশু মনোরঞ্জক হয়ে ওঠে।
তাই উক্ত প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর নেই।
তবে লিখিতভাবে প্রকাশ করায় ❝ দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার❞ কে একভাবে ঠাকুরমার ঝুলির লেখক বললেও হবে ।