আগে পুকুরের পানি যেমন ছিলো তেমনই থাকে। বরং বৃষ্টির সময় প্রকৃতি ঠান্ডা হয়ে যায়। তখন আমাদের সেন্স প্রকৃতির সাথে তুলনা করে এবং তা গরম মনে হয়। পানির আপেক্ষিক তাপ ধারন ক্ষমতা অনেক বেশি তাই এটি ঠান্ডা বা গরম হতে অন্যান্য বস্তুর তুলনার অনেক বেশি সময় নেই। ঠিক বৃষ্টির সময়ও ঠান্ডা হতে এটি অন্যান্য জিনিসের তুলনায় বেশি সময় নিয়ে থাকে।
আবার, বৃষ্টির পানি যখন উপরে থাকে তখন তার ভিতর স্থিতিশক্তিরূপে যে শক্তি নিহিত থাকে, যখন বৃষ্টি হয় এবং পানি ভূপৃষ্ঠে বা পুকুরের পানির উপরিতলে পড়ে তখন ওই স্থিতিশক্তিটা শব্দশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত হয়। তাই, ওই তাপশক্তির দরুণ পুকুরের উপরিতলের পানির তাপমাত্রা কিছুটা বেড়ে যায়।