৯ম শ্রেণীর দশম সপ্তাহের এ্যাসাইনমেন্ট এর সমাধান( ক্যারিয়ার শিক্ষা) - আস্ক পড়ুয়া
0 পছন্দ 0 জনের অপছন্দ
1.5k বার প্রদর্শিত
"শিক্ষা ও পড়াশোনা" বিভাগে করেছেন (355 পয়েন্ট)

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (2.2k পয়েন্ট)
সম্পাদিত করেছেন

প্রশ্নঃ ১) তোমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে ছকে লিখ।

উত্তরঃ আমার বাবা ও মায়ের কাজের একটি তালিকা তৈরি করে কোনটি বৃত্তি এবং কোনটি পেশা তা নির্ধারণ করে নিম্নের ছকে লেখা হলোঃ

image


প্রশ্নঃ ২) তুমি ভবিষ্যতে কী হতে চাও? কেন? তোমার ভবিষ্যৎ স্বপ্ন পূরণে কী কী যোগ্যতা অর্জন করতে হবে বলে তুমি মনে কর?

উত্তরঃ আমি ভবিষ্যতে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। আমি লক্ষ্য হিসেবে 'সফটওয়্যার ইঞ্জিনিয়ার' পেশাটি বেছে নিয়েছি কারণ বাংলাদেশ সফটওয়্যার ইঞ্জিনিয়ািরং এর শাখায় অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। তাই আমি বাংলাদেশকে আরো উন্নত করে গড়তে চাই। আমার এই স্বপ্ন পূরণে আমাকে বিভিন্ন যোগ্যতা অর্জন করতে হবে। যেমন-

i) যোগাযোগের দক্ষতা অর্জন করতে হবে। কারণ ভবিষ্যতে আমার পেশার কারণে আমার বিভিন্ন মানুষের সাথে নিজের ধারণা, তথ্য, উপাত্ত ইত্যাদি তুলে ধরতে হবে এবং একইভাবে অন্যের মতামত ও চিন্তা-ভাবনাকেও গুরুত্ব দিতে হবে।

ii) দলে কাজ করার দক্ষতা অর্জন করতে হবে। কারণ যেকোনো ক্ষেত্রেই আমার সবার সাথে দলগতভাবে কাজ করতে হবে।

iii) সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। কারণ এটি আমার পেশার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক।

iv) কর্মক্ষেত্রে মূল্যবোধের অধিকারী হতে হবে। কারণ কর্মক্ষেত্রে মূল্যবোধ না থাকলে আমার দ্বরা অন্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি হবে।


প্রশ্নঃ ৩) তুমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবে বা খেলবে তখন তুমি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবে? এতে তুমি কী কী সুবিধা পাবে?
উত্তরঃ আমি যখন দলবদ্ধ হয়ে কাজ করবো বা খেলবো তখন আমি নিম্নের বিষয়গুলো খেয়াল রাখবোঃ
i) নেতৃত্বের গুণাবলি অর্জন করবো।
ii) দলের সদস্যদের ভালো গুণ সম্বন্ধে ধারণা রাখবো।
iii) নিজের গুণাবলি ও সীমাবদ্ধ সম্পর্কে সচেতন থাকবো।
iv) দলের লক্ষ্যকে সুষ্ঠুভাবে তুলে ধরবো।
v) দলের সবার মতামতকে শ্রদ্ধা করবো ও গুরুত্ব দিবো।
vi) ঐক্যমতে কাজ করবো।
vii) দলের সকল সদস্যদের ভালো পরামর্শ দিবো এবং অনুপ্রেরণা যোগাবো।

উপরের বিষয়গুলো খেয়াল রাখলে আমি বিভিন্ন সুবিধা পাবো। যেমন-
i) আমি ছোটবেলা থেকেই নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারবো।
ii) সার্থকভাবে দলগত কাজ সম্পন্ন করতে পারবো।
iii) আমার দলের সদস্যরা আমাকে শ্রদ্ধা করবে এবং ভালোবাসবে।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

0 পছন্দ 0 জনের অপছন্দ
0 টি উত্তর 244 বার প্রদর্শিত
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 199 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 498 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 317 বার প্রদর্শিত
0 পছন্দ 0 জনের অপছন্দ
1 উত্তর 246 বার প্রদর্শিত
"আস্ক পড়ুয়ায় স্বাগতম" আস্কপড়ুয়া একটি জ্ঞানমূলক ওয়েবসাইট।এর মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়া।এই কমিউনিটি তে যারা যুক্ত তারা জ্ঞানার্জনে উন্মুখ।যেকোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য প্রদানে পড়ুয়া বোর্ড সহযোগিতা প্রদানে তৎপর।

1.4k টি প্রশ্ন

1.7k টি উত্তর

1.4k টি মন্তব্য

4.6k জন সদস্য

...