আমরা যদি সংখ্যারেখা লক্ষ্য করি, তাহলে দেখা যাবে যে, সংখ্যারেখার ডানদিকে ধনাত্মক মান এবং বামদিকে ঋণাত্মক মান থাকে। তেমনি মূল স্কেলের ক্ষেত্রেও ডানদিকে ধনাত্মক মান এবং বামদিকে ঋণাত্মক মান থাকে। ফলে ভার্নিয়ার স্কেলের শূণ্য দাগ মুল স্কেলের শূণ্য দাগের ডানপাশে থাকলে কোনো কিছু পরিমাপের পর বস্তুটির মান প্রকৃত মানের চেয়ে একটু বেশি হবে, অর্থাৎ ধনাত্মক হবে। তাই ভার্নিয়ার স্কেলের শূণ্য দাগ মুল স্কেলের শূণ্য দাগের ডানপাশে থাকলে যান্ত্রিক ত্রুটি ধনাত্মক হয়।