সমান্তরাল বর্তনীতে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকে।
আমরা জানি,
V=IR
বা,I=V/R
সুতরাং I ব্যাস্তানুপাতিক R. [যেহেতু V ধ্রুবক ]
অতএব তড়িৎ প্রবাহের মান ওই রোধের মান এর উপর নির্ভর করবে। রোধের মান ভিন্ন হওয়ায় তড়িৎ প্রবাহের মান ভিন্ন ভিন্ন হবে। এক্ষেত্রে রোধের মান বেশি হলে তড়িৎ প্রবাহের মান কম হবে এবং রোধের মান কম হলে তড়িৎ প্রবাহের মান বেশি হবে।