গণিত হলো বিজ্ঞানের নানা সমস্যা সমাধানের এবং বিভিন্ন সমস্যাকে প্রকাশ করার জন্য একটি ভাষা। ধরুন, পদার্থ বিজ্ঞানের যেকোনো একটি সমস্যা। এটি পর্যবেক্ষণ, গবেষণা, তাত্ত্বিক দিক বিশ্লেষণ করা আর সেগুলোকে প্রকাশ করার জন্য গণিতের সাহায্য নেওয়া একদম ভিন্ন বিষয়। তাই গণিতে নোবেল দেওয়াকে যথোপযুক্ত মনে করেন না সংশ্লিষ্টরা। গণিত শুধু একটি ভাষা।