কোনো মৌল তার আয়নিক অবস্থায় স্থিতিশীল হলে তখন তাকে স্থিতিশীল আয়ন বলে। যেমন-
Cd(48)= 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2
Cd2+= 1s2 2s2 2p6 3s2 3p6 3d10
এখানে দেখা যাচ্ছে যে, Cd(48) তার সুসজ্জিত আয়নিক অবস্থায় স্থিতিশীল। আর Cd(48) এর এই স্থিতিশীল আয়নিক অবস্থাকে স্থিতিশীল আয়ন বলে।