কোনো কিছু সম্পূর্ণরূপে স্থির থাকলে তখন তার সেই স্থির অবস্থাকে পরম স্থিতি বলে। আসলে পরম স্থিতি বলতে এই পৃথিবীতে বা মহাবিশ্বে কিছু নেই। কারণ-
মনে করুন, আপনি আপনার সামনে থাকা চেয়ারটিকে স্থির মনে করছেন। কিন্তু এটি আসলে স্থির নয়। কেননা পৃথিবী তার নিজ অক্ষে সর্বদা ঘুরছে। আর পৃথিবীর সাথে সাথে আপনার চেয়ারটিও ঘুরছে। তাই চেয়ারটি স্থির না। আবার, আপনি যদি বলেন যে পৃথিবীর কেন্দ্র স্থির। কিন্তু, সেটাও স্থির না। কারণ পৃথিবী তার কেন্দ্রসহ সূর্যের চারদিকে ঘুরছে। তাই পৃথিবীর কেন্দ্রও স্থির না। এভাবে সৌরজগতসহ মহাবিশ্বের সবকিছুই ঘুরছে। তাই পরম স্থিতি বলতে কিছু নেই।