যে তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে । -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনকে পরম শূন্য তাপমাত্রা বলে । কিন্তু এই তাপমাত্রা পর্যন্ত কোন গ্যাসের শীতল করা সম্ভব নয় । কারণ তার পূর্বেই সকল গ্যাস পানিতে পরিনত হিসেবে ।