রাগের সময় শরীরে অ্যাড্রিনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। অ্যাড্রিনালিন হৃদপিণ্ডের গতি, রক্তপ্রবাহের গতি এবং রক্তচাপ বাড়িয়ে দেয়।
মজার ব্যাপার হলো, অ্যাড্রিনালিন শরীরের সব জায়গার রক্তনালীকে সংকুচিত করে, কিন্তু কেবল মুখের চামড়ার নীচে থাকা রক্তজালিকাগুলোর উপর এর কোনো প্রভাব নেই। অন্য রক্তনালীগুলো সংকুচিত হবার সঙ্গে সঙ্গে মুখে রক্তজালিকাগুলোর রক্তপ্রবাহ ও রক্তচাপ বেড়ে যায়। অর্থাৎ মুখের রক্তজালিকাগুলো গাল, কপাল, থুতনি, ঘাড় এবং কানের কাছে ছড়িয়ে থাকায় এসব জায়গায় রক্ত চলাচল একটু বেশীই বেড়ে যায়। রক্ত চলাচল বেড়ে যাওয়ার কারণে রক্তের চাপও বেড়ে যায়। আর এ কারণেই মুখের রঙ লাল বা গোলাপি দেখায়।